প্রত্যাগমন


































































			
			











তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না৷ –49:12

— পবিত্র কোরআন

প্রত্যাগমন

প্রেম আসিল না, কলঙ্ক আসিল

সংসার কণ্টকের শয্যা পাতিয়া দিল

মন রক্তাক্ত হইল

অসহিষ্ণু সন্তান জন্মাইল

রাস্তা হারাইয়া গেল

রাস্তায় ঝরে পড়া অশ্রুপাপড়িগুলি

সারাদিন কুড়াইলাম

নিজের সঙ্গে নিজেরই কথা হইল

নিজেকে শাসন করিলাম

তবু এক অবাধ্যতার ঝড় আসিয়া

             আমাকে উড়াইয়া দিল 

আজও উড়িতে উড়িতে চলিয়াছি

                   কোনো আদিম অরণ্যের দিকে

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply