না অভিমানে চলে যেও না
অভিমানে চলে যেও না
না অভিমানে চলে যেও না
এখনি শেষের গান গেও না
অভিমানে চলে যেও না
এখনও হৃদয় কাঁদে পিয়াসায় ।
এর চে ভালো ছিল না আসা
এ তিথি এখনো আবেশে জড়ানো
ভেংগে দিতে তাকে চেও না
অভিমানে চলে যেও না
না অভিমানে চলে যেও না।
মান্না দে
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1