ডুগডুগি বাজাচ্ছি সম্মোহনের


































































			
			











I am so clever that sometimes I don’t understand a single word of what I am saying.

— Oscar Wilde

ডুগডুগি বাজাচ্ছি সম্মোহনের

বিশেষ দরদী মেঘ আকাশের নীল চৈতন্য থেকে
তরঙ্গ পাঠাচ্ছে
যেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব
সাঁতার কাটছেন

লাল সূর্যের মুখ যেন তাঁর মা কালী
রক্তজবার মালা পরে ডাকছেন তাঁকে

আমরা সোনালি সাপের পেছনে ছুটছি
মন্ত্র শিখিনি সাপ ধরার

আর ডুগডুগি বাজাচ্ছি সম্মোহনের

চেতনা এসে ফিরে যাচ্ছে
দৈব আলো ডুবে যাচ্ছে গোধূলির শেষ নিবেদনে

আমরা অন্ধকারে পথ হারাচ্ছি
আমরা পার্থিবের ঘোর তমসায় …….

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply