ডুগডুগি বাজাচ্ছি সম্মোহনের


































































			
			











সমগ্র বিজ্ঞান দৈনন্দিনের একটি পরিশোধন চিন্তা ছাড়া আর কিছুই না।

— অ্যালবার্ট আইনস্টাইন

ডুগডুগি বাজাচ্ছি সম্মোহনের

বিশেষ দরদী মেঘ আকাশের নীল চৈতন্য থেকে
তরঙ্গ পাঠাচ্ছে
যেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব
সাঁতার কাটছেন

লাল সূর্যের মুখ যেন তাঁর মা কালী
রক্তজবার মালা পরে ডাকছেন তাঁকে

আমরা সোনালি সাপের পেছনে ছুটছি
মন্ত্র শিখিনি সাপ ধরার

আর ডুগডুগি বাজাচ্ছি সম্মোহনের

চেতনা এসে ফিরে যাচ্ছে
দৈব আলো ডুবে যাচ্ছে গোধূলির শেষ নিবেদনে

আমরা অন্ধকারে পথ হারাচ্ছি
আমরা পার্থিবের ঘোর তমসায় …….

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply