গোটা দুনিয়া খুঁজে নাও। খুঁজে নাও সেই মানুষটাকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত। পাবে না। মনে রেখো, তোমার আবেগ ভালোবাসা সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই।

— গৌতম বুদ্ধ

জীবনে যদি কিছু পেতে চাও

জীবনে যদি কিছু পেতে চাও সর্বপ্রথম ভালোবাসা কে অভিনন্দন জানাও।।
সে ভালোবাসা সবার জন্য ও হতে পারে।
মা, বাবা , ভাই ,বোন, সবার জন্য। তুমি যাদের আপন ভাবো তাদের সবার জন্য ।একটা কথা কি জানো। ভালোবাসার কখনো সীমান্ত নেই। ভালোবাসা কখনো মানে না তুমি কে, কি তোমার পরিচয়। ভালোবাসা শুধু ভালো রাখতে জানে আর ভালোবাসতে জানে।।

Writer: Chowdhury Anni

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply