Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

জলকে চলে শ্রীরাধিকা

জলকে চলে শ্রীরাধিকা
Jhalke Chale Sri Radhika
ছায়াছবি: মহাবীর কৃষ্ণ
গীতিকার: প্রবীর দত্ত
সুরকার: দিলীপ রায়
কণ্ঠ: কুমার শানু
[জলকে চলে শ্রীরাধিকা
ছলকে পড়ে জল
দুলকি চালে অঙ্গ দোলে
বাজে পায়ে মল]-২
[হরিণী বাঁকা চোখে বিজলি চমকায়
প্রহরী ভ্রু দুটি তাহারে ধমকায়]-২
চোখেরই পাতা যেন পদ্মকলির দল
ঝলকে ওঠা দীঘল চোখে পড়াব কাজল
জলকে চলে শ্রীরাধিকা
ছলকে পড়ে জল
দুলকি চালে অঙ্গ দোলে
বাজে পায়ে মল।
[নবীন কিশোরী আমাদের রাই
হৃদয় উদাসী তারে হারায়ে যে পাই]-২
[তাম্বূল রঙে রাঙা ঠোঁট দুটি তার
মনে হয় চুনি হয়ে জ্বলে বার বার]-২
ভোরের শিশিরসম পুলক সজল
ঝলকে ওঠা দীঘল চোখে পড়াব কাজল
[জলকে চলে শ্রীরাধিকা
ছলকে পড়ে জল
দুলকি চালে অঙ্গ দোলে
বাজে পায়ে মল]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply