If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

চঞ্চল মন আনমনা হয়

গীতিকার : মুকুল দত্ত
সুরকার : হেমন্ত মুখোপাধায়
🎤হেমন্ত মুখোপাধায় & লতা মঙ্গেশকর
🎬: অদ্বিতীয়া (১৯৬৮)

চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে
ভোরের আকাশে আলো
দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি,
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি,
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
দিশাহারা কোনো পাতা যেন
ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত
স্বপ্নের ভীড় হয়নি তো আগে
ভোরের আকাশে আলো
দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে
গুন গুন গুন গানে
ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন
এসে বসে মোর মনে
আমি সবকিছু ভুলে গেছি
গুন গুন গুন গানে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
বুঝিনি তো ভুল হয়ে গেছে
ঝড়ের মেঘেতে মন রেখে
পিঞ্জর ভেঙে উড়বার নেশা
এত হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে
পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয়
যেই তার ছোঁয়া লাগে
Music
SONG
Chanchal Mon Anmona Hoy
ARTIST
Hemanta Mukherjee, Lata Mangeshkar,Hemanta Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply