আরোগ্যের পথে আজ আত্মসন্ধানের পরিধি
মগ্ন হয়ে উঠুক অনাবিল আনন্দে
চোখ ছল ছল মেঘভাষার প্রস্তাবে
রাজি হই
দ্যাখো সমূহ ব্যাকরণে কিছুটা
অন্ধ সেতার বাজে কিনা!
ঘরে ঘরে দূত আসে আমাদের
যদিও চিনি না দূতের মুখ
শুধু উৎসুক হয়ে উঠি
খণ্ড খণ্ড বিপন্ন উৎসুক
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1