আমার সমস্ত বোধ গণপিটুনির দিকে চলে যাচ্ছে
হে রাষ্ট্র, কী করে ফেরাব তাকে ?
রোজ সে মারা যায়
রোজ তার প্রাণ ভিক্ষা চাই
জনরোষ বাড়তে থাকে রোজ
কী করে বাঁচাব তাকে ?
রাষ্ট্র কি ধর্মরাষ্ট্র হবে ?
বজ্রের কৌশলে আলোড়িত মেঘ
নীল হৃদয় ঢেকে ভয় নামায় আকাশ
করুণার নক্ষত্র নেই, মানবতন্ত্রের মৃত্যু ঘটে
বোধের হাহাকার শুনি আস্ফালনের ঘেরাটোপে
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1