নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

কে তুমি কাছেই আছ

কে তুমি কাছেই আছ
Ke Tumi Kachei Achho
বাংলা ভজন
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুমিত বন্দ্যোপাধ্যায়
শিল্পী: অনুপ জলোটা
কে তুমি কাছেই আছ,
তবু জানিনা আছ কোনখানে।।
যে কথা বল তাই শুনে যাই।।
বুঝিনা তবু তার মানে।।
কে তুমি কাছেই আছ,
তবু জানিনা আছ কোনখানে।
হাতটা ধরে আমাকে চালাও,
অন্ধকারে প্রদীপ জ্বালাও।।
চোখের দেখায় দেখিনা তবু।।
এ কি খেলা কে জানে !
যে কথা বল তাই শুনে যাই।।
বুঝিনা তবু তার মানে।।
কে তুমি কাছেই আছ,
তবু জানিনা আছো কোনখানে।
জানি গো তুমি চাইবে যেদিন,
থামতে হবে আমায় সেদিন।।
পাথর চরন দাড়িয়ে যাবে।।
বেলা শেষের সন্ধানে
যে কথা বল তাই শুনে যাই।।
বুঝিনা তবু তার মানে।।
কে তুমি কাছেই আছ,
তবু জানিনা আছ কোনখানে।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply