তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29

— আল কোরআন

কাঁপন

আমার আয়ু খেয়ে নিচ্ছে
সমস্ত দিন, সমস্ত রাত
আমার জীবন গলে যাচ্ছে
গলে গলে মোমের চাঁদ।

হু হু শব্দে বইছে বাতাস
একাকী ভয় নামছে পথে
আমার শুধু দেখা হয়ে যায়
গভীর রাতে ভয়ের সাথে।

বুকের কাছে ঝটপটানি
উড়ছে পাখি, মেলছে পাখা
এই চরাচর ঘুমিয়ে গেলে
আমারই শুধু জেগে থাকা।

জাগতে জাগতে কাঁপন লাগে
ও কাঁপন, তুই শীতের কে?
একটু রোদের প্রলেপ মেখে
আজ আমাকে থাকতে দে।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply