হয়তো কোনো স্বপ্ন আজও
তোমার হৃদয় ঝুঁড়ে উঁকি দিয়ে যায়।
তোমার আমার স্মৃতির দিন গুলো
মিশে আছে কল্পনায়।
ব্যস্ততার ভিতরে
আজ ও তোমার
ক্লান্ত দিনের
শান্ত দৃষ্টি
ভালোবাসায় ভরা।
আরও অনেক গল্প লেখার বাকি
তোমার সাথে আমার কল্পনায়।।
আরও অনেক কিছু জানার চেষ্টা
সে চেষ্টাই বলে যাই
জীবনের গভীরতা।।
– written by Aparna Chowdhury
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1