একা মোর গানের তরী

	
	

























































			
			











Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

একা মোর গানের তরী

একা মোর গানের তরী
Eka Mor Gaaner Tori
ছায়াছবি: এখানে পিঞ্জর(১৯৭১)
তাল: একতাল
কথা ও সুর: অতুলপ্রসাদ সেন
সংগীত: ভূপেন হাজারিকা
কণ্ঠ: প্রতিমা বন্দ্যোপাধ্যায়
একা মোর গানের তরী
ভাসিয়েছিলাম নয়ন-জলে
সহসা কে এলে গো
এ তরী বাইবে ব’লে
ভাসিয়েছিলাম নয়ন-জলে।
[যা ছিল কল্পমায়া,
সে কি আজ ধরল কায়া?]-২
কে আমার বিফল মালা
পরিয়ে দিল তোমার গলে
ভাসিয়েছিলাম নয়ন-জলে।
[কেন মোর গানের ভেলায়
এলে না প্রভাত-বেলায়?
হলে না সুখের সাথী
জীবনের প্রথম দোলায়]-২
[বুঝি মোর করুণ গানে
ব্যথা তাঁর বাজল প্রাণে]-২
এলে কি দু’কূল হতে
কূল মেলাতে এ অকূলে !
ভাসিয়েছিলাম নয়নজলে
একা মোর গানের তরী
ভাসিয়েছিলাম নয়নজলে
সহসা কে এলে গো
এ তরী বাইবে ব’লে
ভাসিয়েছিলাম নয়ন-জলে
একা মোর গানের তরী

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply