Whoever is happy will make others happy too.

— Anne Frank

এইসব কবিতাকে বলছি

খুব ভালো কবিতাগুলি আর কেউ বেঁচে নেই
তাদের মৃত আত্মাদের দীর্ঘশ্বাস শুনতে শুনতে আমাদের আয়ু ক্ষয় হয়
আমরা মাঝে মাঝে নৃসিংহ অথবা অর্ধনারীশ্বর হয়ে পথের মাঝে দাঁড়াই
নিজেরা এখন ঘাতক না দেবতা, ভক্ত না ঈশ্বর
আর চিনতে পারি না।
সংশয় এসে দাড়ি কমা দিয়ে যাচ্ছে
সময় এসে বিস্ময়সূচক বসাচ্ছে
আমরা স্তবকে স্তবকে প্রাচীর তুলে
অন্ধকার করে রাখছি সব চৈতন্যের বাতায়ন।
কোথাও জ্যোৎস্না নেই
কৃত্রিম উন্মাদের হাসি ঝরে পড়ছে বাতাসে।
নির্লজ্জ ইন্দ্রিয়গুলি শব্দসঙ্গমের প্রার্থনায়
খুঁজে ফিরছে জন্মান্তর।
কোথাও জন্মান্তর নেই
শুধু গোরস্থান আর শ্মশান হয়ে
জেগে উঠছে আমাদের কাব্যতীর্থ।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply