আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়

	
	

























































			
			











আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷

— ফেরোরিনাস

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়

Agun – Amar Shopno Gulo | Bangla New Song | Sangeeta

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়?
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়?
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়,
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়!


আশার সমাধি ঘিরে,
সেই পাখি আজও গান গায়।
একাকি হেঁটে চলেছি আমি,
হৃদয় মরুর আঙ্গিনায়।
এক সুখের বৃষ্টি এসেছিল,
ক্ষণে ক্ষণে তাই মনে হয়।


কাব্য কবিতায় ঘিরে,
সত্যি মিথ্যার স্থান পায়।
আমার আকাশের সব মেঘগুলো,
দুঃখের বৃষ্টি হয়ে ঝরে যায়।
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি,
সব কিছু অভিনয় মনে হয়।

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়?
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়?
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়,
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়!

amar shopno gulo lyrics


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply