To live a pure unselfish life, one must count nothing as one’s own in the midst of abundance.

— Buddha

আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : হেমন্ত মুখোপাধ্যায়
🎤 সন্ধ্যা মুখোপাধ্যায়
🎬 সূর্যমুখী ( ১৯৫৬)

আকাশের অস্তরাগে
আমারই স্বপ্ন জাগে
তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে
আকাশের অস্তরাগে
আজ কান পেতে শুনেছি আমি
মাধবীর কানে কানে কহিছে ভ্রমর
“আমি তোমারই
আমি তোমারই”
আজ কান পেতে শুনেছি আমি
মাধবীর কানে কানে কহিছে ভ্রমর
“আমি তোমারই
আমি তোমারই”
সেই সুরে স্বপ্নের মায়াজাল বুনেছি আমি
মনে হয় এ লগন আসেনি আগে, আসেনি আগে
আকাশের অস্তরাগে
এবার বুঝেছি আমি
চাঁদ কেন চেয়ে থাকে সরসীর পানে
আমি যে তোমারই ওগো
বলি কানে কানে
এবার বুঝেছি আমি
চাঁদ কেন চেয়ে থাকে সরসীর পানে
আমি যে তোমারই ওগো
বলি কানে কানে
শুধু কান পেতে শুনেছি আমি
সাগরের কানে কানে তটিনী বলে
“আমি তোমারই
আমি তোমারই”
শুধু কান পেতে শুনেছি আমি
সাগরের কানে কানে তটিনী বলে
“আমি তোমারই
আমি তোমারই”
কি আশায় তিয়াসায় দিন শুধু গুনেছি আমি
বাতাসের বাঁশী বাজে কি অনুরাগে, কি অনুরাগে
আকাশের অস্তরাগে
আমারই স্বপ্ন জাগে
তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে
আকাশের অস্তরাগে
Music
SONG
Akasher Antarage
ARTIST
Sandhya Mukherjee
ALBUM
Surjamukhi

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply