If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

অনেকটা পথ হেঁটেছি একসাথে

অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তার পর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারিনা কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভূতি পুরনো মানুষে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
হয়ত কারো দোষ নেই
হয়ত কিছু করার নেই
অবসাদ জয় করেছে ভালবাসা

onekta poth hetechi eksathe lyrics

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply