অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তার পর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারিনা কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভূতি পুরনো মানুষে
হারিয়ে যাও তুমি
দূরে আরও দূরে
হয়ত কারো দোষ নেই
হয়ত কিছু করার নেই
অবসাদ জয় করেছে ভালবাসা
onekta poth hetechi eksathe lyrics
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1