When you reach the end of your rope, tie a knot in it and hang on

— Franklin D. Roosevelt

শপথ -সৌমিত্র চট্টোপাধ্যায়

নদীর যেদিন জন্ম হয়েছিল
তার সম্বল ছিল
বহমান থাকার শপথ
স্বতোৎসারের দিনে
আমাদের মধ্যেও শপথ ছিল
অনুচ্চার কিন্তু অস্পষ্ট নয়
যেতে যেতে
পর্বত শানুতে মুখর উপলের গান
শস্যের ক্ষেত ফলের বাগান জনপদ
সব ছুঁতে ছুঁতে
আমাদের শপথ এক অর্ঘ নিয়ে যাচ্ছে
যাকে জানা হয়নি তার দিকে
শপথ এখনো বলছে
ভালোবাসা দুবার বিনিময় করা যায় না
একবার ভালবাসলে
তা আর প্রত্যাহার করা যায় না
নদী ফেরে না উৎসের কাছে
কাব্যগ্রন্থ :::ক্যালাইডোস্কোপ

soumitra chatterjee kobita

soumitra chattopadhyay kobita

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0