Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it.

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে
গীতিকারঃ সৈয়দ শাহ নূর

বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে ।।
অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বন্ধু তোর লাইগা রে……।
বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে
তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে……
নদী পাড় হইতে গেলাম নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা সরে দুরে দুরে
হায়রে বন্ধু তোর লাইগা রে……
সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কুলো বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
বন্ধু তোর লাইগা রে……

bondhu tor laiga re amar tonu joro jor lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0