Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

বলবো না গো আর কোনদিন ভালবাস তুমি মোরে

বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।
বলে ছিলে গো ভালবাসি গো
আজ কেন গো এমন ও হল (২)।
এমন ও হল এমন ও হল
বলবো না গো আর কোনদিন
ভাল বাস তুমি মোরে।
ভালবাসাতে যদি হয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ (২)।
কেন প্রতিবাদ কেন প্রতিবাদ
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।
ভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গদে জ্বলে বার মাস।
বাউলের অন্তরে বাউলের অন্তরে
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে।
শিল্পীঃ সুকুমার সরকার

bolbo na go ar kono din valobaso tumi more lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0