একটুকরো অভিমান
সাথে হাজারো অপমান
মনে লাগে ছুরার মন
গল্প যেন তার সন্ধিহান।
অনুমতি-বিনাঅনুমতির কণ্ঠ,
হৃৎপিণ্ডে ছুড়ে তার বিষাক্ত বাণ!!
চোখে যেন তার,
বন্যা জমে থাকে..
খুঁজে ফিরে পশ্চিমা আকাশে
যে দিকে কাবা,কালো গিলাফে আবৃত থাকে..
তার মোনাজাতে যেন হায়াত কমতে থাকে..!!
তবুও থামে না সময়
তার ভুল যেন জীবনের পথে পর্দা হয়ে থাকে!!!
একলা পথে তীব্র জালা
পিপাসায় জিহবা কাপে,
তাপ যেন কলিজায় গিয়ে লাগে
মুহূর্ত তিলেতিলে বেদনার দরজা খুলে!!
তবুও এক গভীর নিশ্বাস
এবার রুদ্ধ করে শ্বাস!!!!
সে যেন উপন্যাসের এক উল্টানো পাতা
যা পাঠকের মন ভোলায়,
বারবার চেতনা জাগায়।।
চুখ মেলে দেখা সুন্দর এক কবিতা,
যেখানে তার বাকি থাকে আরো অনেক কিছু লিখা।।।
……..
Written by Sahnaj Rahman
Bangla poem
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1