Ambition is like love, impatient both of delays and rivals.

— Buddha

দূরত্ব -রেহান কৌশিক

মন্ত্রপাঠ করিনি কখনও
সুতরাং আজন্মের দূরত্ব রয়েছে ঈশ্বর ও
আমার ভিতর।
চাইনি তার সঙ্গে দেখা হোক
সে-ও চায়নি দণ্ড দুই কথা হোক পথের ওপর।
আমার দু’হাতে কাদা-জল-সার-বীজ….
আমি শুধু আজীবন চেয়ে গেছি শস্যের সাক্ষাৎ
সুবিস্তৃত মাঠে মাঠে ধানেরা জন্মাক
নক্ষত্র রংয়ের ভাতে যেন ভরে ওঠে ক্ষুধাতুর
মানুষের হাত।
প্রশ্নহীন আনুগত্যে বিশ্বাসী শাসক ও ঈশ্বর
মানুষের অধিকারে নয়
জন্ম থেকে জন্মান্তরে কৃপায় বিশ্বাস রাখে তারা।
আমি তো বিশ্বাস রাখি শ্রমে আর স্বপ্নে
সুতরাং আজন্মের দূরত্ব রয়েছে ঈশ্বর ও
আমার ভিতর।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0