People with opinions just go around bothering each other.

— Buddha

ধন্য আশেকজনা এ দ্বীন দুনিয়ায়

ধন্য আশেকজনা | Dhonno Ashekjona | Shuchona Shely | Lalon Shah | ETV Music

ধন্য আশেকজনা এ দ্বীন দুনিয়ায়,
আশক্ জোরে গগনের চাঁদ পাতালে নামায়||
কাম করেনা নাম জপেনা,
শুদ্ধ দিল আশেক দিওয়ানা|
তাইতে আমার সাঁই রব্বানা,
মদদ্ সদয়||
সুঁই ছিদ্রে চালায় হাতি,
বিনা তেলে জ্বালায় বাতি|
কখনো হয় নিষ্ঠারতি,
ঠাঁই অঠাঁই রয়||
আশেকের আশেকি নামাজ,
তাইতে রাজি সাঁই বে-নেওয়াজ|
লালন করে শৃগালের কাজ,
দিয়ে সিংহের দায়||

ধন্য আশেকজনা | Dhonno Ashekjona lyrics | Shuchona Shely | Lalon Shah | ETV Music

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0