People with opinions just go around bothering each other.

— Buddha

যারা ডাকে তারা ভুলে যায়

যারা ডাকে তারা ভুলে যায়,
আমি নেইতো এখানে আর।।
যেখানে ঠিকানা ছিল,
শুধু নাম রয়ে গেছে আজ,
বাকি নেই কিছু আর।
যারা ডাকে তারা ভুলে যায়,
আমি নেইতো এখানে আর।
ফেলে আসা পথের ধূলার মাঝে
মিশে আজ পথ হয়ে গেছি।
স্মৃতির আঁধারে আমি,
ভালোবাসা হয়ে আজো আছি।
আমি নেই,আমি নেই,
আমি নেইতো এখানে আর
বাকি নেই কিছু আর।
যারা ডাকে তারা ভুলে যায়,
আমি নেইতো এখানে আর।
কেউ থাকবেনা যেখানে সে ছিল,
নিজেই জানে না কেন সরে গেল।।
কত ঘর থেকে,কত মন থেকে
সরে গিয়ে কত চোখ থেকে
কেন সরে যায়।
ভুলে যেতে যেতে ধীরে ধীরে
একদিন তাকে ভুলে যায়
আমি নেই,আমি নেই,
আমি নেই তো এখানে আর
বাকি নেই কিছু আর।
যারা ডাকে তারা ভুলে যায়,
আমি নেইতো এখানে আর।
যেখানে ঠিকানা ছিল,
শুধু নাম রয়ে গেছে আজ,
বাকি নেই কিছু আর।
যারা ডাকে তারা ভুলে যায়,
আমি নেইতো এখানে আর।

যারা ডাকে তারা ভুলে যায়
jara dake tara bhule jai lyrics in bengali

কথা: মুকুল দত্ত
সুর: সুমিত্রা লাহিড়ী
কণ্ঠ: অনুপ জালোটা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0