Always forgive your enemies; nothing annoys them so much.

— Oscar Wilde

এমন মানুষ পেলাম না রে

এমন মানুষ পেলামনা রে।।
যে আমায় ব্যথা দিলোনা
আমায় ব্যথা দিলোনা
নয়ন জলে বুক ভাসাইলাম।।
কেউ মুছে দিলোনা
হায়রে মুছে দিলোনা।
ও ও মুখ দেখিয়া মনের ভাষা
কেউ তো বোঝেনা রে,
মাগো তুমি আছ কোথায়
আর কি পাব ফিরে।।
তোমার গর্ভে জনম নিয়া
ওমা তোমার গর্ভে জনম নিয়া
তোমায় চিনলাম না
মাগো তোমায় চিনলাম না।
এমন মানুষ পেলামনা রে।।
যে আমায় ব্যথা দিলোনা
আমায় ব্যথা দিলোনা।
ও ও গানের সুরে বনের পাখি
ওড়েনা আকাশে,
কি যেন কি বলে বাতাস
আমায় আভাসে।।
বনলতা বোঝে যাহা
হায়রে বনলতা বোঝে যাহা
মানুষ বোঝেনা
হায়রে মানুষ বোঝেনা।
এমন মানুষ পেলামনা রে।।
যে আমায় ব্যথা দিলোনা
হায়রে ব্যথা দিলোনা।

Emon Manush Pelam Na Re lyrics
শিল্পী: গোষ্ঠ গোপাল দাস

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0