প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

— রবীন্দ্রনাথ ঠাকুর

জানি জীবন যাবে মরণের ওপারে

[জানি জীবন যাবে মরণের ওপারে]-২
তবু চোখে জল আসে
[তোমাকে মনে পড়ে]-৪
[জানি জীবন যাবে মরণের ওপারে]-২
তবু চোখে জল আসে
[তোমাকে মনে পড়ে]-৪
[তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে]-২
কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে।
তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে
কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে
আজ তুমি বাবা কোথায় গেলে!
[তোমাকে মনে পড়ে]-৪
[তোমারই পথে যাবো থাক্ যত কাঁটা]-২
দুঃখকে সাথি করে হবে যে গো হাঁটা।
তোমারই পথে যাবো থাক্ যত কাঁটা
দুঃখকে সাথি করে হবে যে গো হাঁটা
সাধের এ পৃথিবী ভালো লাগে না
[তোমাকে ছেড়ে বাবা]-৪
[জানি জীবন যাবে মরণের ওপারে]-২
তবু চোখে জল আসে
[তোমাকে মনে পড়ে]-২
বাবাকে মনে পড়ে
[তোমাকে মনে পড়ে]-২
বাবাকে মনে পড়ে
তোমাকে মনে পড়ে
বাবাকে মনে পড়ে।

Jani Jibon Jabe Moroner Opare
ছায়াছবি: নিশানা (২০০২)
কথা: তপন ভট্টাচার্য
সুর: সুনীল মজুমদার
কণ্ঠ: কুমার শানু

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0