Lyrics:
ও নিঝুম রাত
মেলে পাখা যাচ্ছো তুমি
যাচ্ছো তুমি উড়ে উড়ে বহুদূরে
দুচোখ বেঁধে যাচ্ছো নিয়ে
এই আমারে কোন সুদূরে
চিনবে তো পথ অলিগলি এই আঁধারে
ও হাওয়ার রাত
জানো নাকি এই শহরে
আমার একটা বন্ধু আছে বইয়ের পোকা
দুচোখে তার ঘুম না এলে
রাত জেগে বই পড়ে সে একা একা
একটা বন্ধু গান গায় গলা ছেড়ে
একটা বন্ধু চাকরি ছেড়ে কবিতা করে
ইদানীং খুব ব্যস্ত সবাই
কথা হয়না বলেনা তো কেউ হুট করে
চল তো বন্ধু এখনই চল
রিকশা করে ঘুরবো যে আজ
দেখবো কোথায় রোদ উঠেছে
ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কোথায়
দেখবো যে আজ শহর জুড়ে
ডানা ভাঙে মেঘ কোন আকাশে
ও শহুরে রাত যাও নিয়ে উড়িয়ে আমায়
যেখানে মোর বন্ধু আছে
নয়তো দূরে শহর ছেঁড়ে
রূপকথার ঐ নদীর কাছে
লা লা লা লা লা লা
Written By Tareq Mahmud
Music Directed by Zafriye Abedin
Produced by Zhir Zhir
On Guitar: Mich Hil , Zahin Rashid
On Drums: Arafat Kazi
On Bass: Jason Cammarata
On Keyboard: Asilul Kamal
On Violin: Bhaskar Gope Sujoy
On Vocal Harmony: Amit Hasan Rudra
Mixing and Mastering by Anamul Hasan Raju
A Film by Ovi Rahman
Special Thanks Poran, Saikat, Turzo, Aditi, Niha, Bijoya, Sibat
love forevermore