নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে ৷ –4:10

— পবিত্র কোরআন

ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না

ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না
Thyalay Na Porle Biral Gachhe Uthe Na
কথা: গোবিন্দ প্রামাণিক
সুর: অসিত চক্রবর্তী
শিল্পী: পরীক্ষিত বালা
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা।।
ঠ্যালার নাম বাবাজী শোনো শোনো গোঁসাই জী।।
মরার ভয় যতই কর যমে ছাড়বে না।
ওরে ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা।
বাঘে ছুঁলে আঠারো ঘা
পুলিশ ছুঁলে তার ডবল
ওরে বাঘে ছুঁলে আঠারো ঘা
পুলিশ ছুঁলে তার ডবল।
ওরে ঠ্যালায় পড়ে কোর্টে গেলে
উকিল তো আর ছাড়েনা
ঠ্যালায় পড়ে কোর্টে গেলে
উকিল তো আর ছাড়েনা
ঠ্যালায় পড়ে কোর্টে গেলে
উকিল তো আর ছাড়েনা
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা।।
আল্লাহ বলো হরি বলো
এমনি তো কেউ ডাকে না
আল্লাহ বলো হরি বলো
এমনি তো কেউ ডাকে না।
আবার সোজা আঙ্গুলে উঠিলে ঘি
আঙ্গুল তো কেউ বাঁকায় না
সোজা আঙ্গুলে উঠিলে ঘি
আঙ্গুল তো কেউ বাঁকায় না
সোজা আঙ্গুলে উঠিলে ঘি
আঙ্গুল তো কেউ বাঁকায় না।
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা।।
লাঠির চোটে ভূত পালায়
চোরে কবুল করে
লাঠির চোটে ভূত পালায়
চোরে কবুল করে।
আবার গরমেতে গরম কাটে
নরম হলে চলেনা
গরমেতে গরম কাটে
নরম হলে চলেনা
গরমেতে গরম কাটে
নরম হলে চলেনা।
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা।।
ঠ্যালার নাম বাবাজী শোনো শোনো গোঁসাই জী।।
মরার ভয় যতই কর যমে ছাড়বে না।
ওরে ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা।।।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply