Endurance is one of the most difficult disciplines, but it is to the one who endures that the final victory comes.

— Buddha

জননী জন্মভূমি আমার মা

জননী জন্মভূমি আমার মা
Janoni Janmovumi Amar Maa
কথা: গোবিন্দ প্রামাণিক
সুর: রাজকুমার রায়
কণ্ঠ: হৈমন্তী শুক্লা
মা (বন্দে মাতরম)
মা (বন্দে মাতরম)
মা (বন্দে মাতরম)
মাগো (বন্দে মাতরম)
মা (বন্দে মাতরম)
মা (বন্দে মাতরম)
[কী অপরূপ শোভা তোমার!
জননী জন্মভূমি আমার মা
(জননী জন্মভূমি আমার)]-২
[জন্ম নিয়ে তোমার ‘পরে]-২
ধন্য জনম আমার।
জননী জন্মভূমি আমার মা
(জননী জন্মভূমি আমার)
হেথা চাঁদ হাসে পাখিরা গায়,
ফোটে যে ফুল শাখায় শাখায়।
খেলে যায় নদী জোয়ার ভাটায়,
ভুলেছে বাউল পথ সুরের মায়ায়।
ও যে হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রীস্টান,
তোমার আঁচল যে মা সবার
জননী জন্মভূমি আমার মা
(জননী জন্মভূমি আমার)
বারো মাস হেথা তেরো পাবন,
আশ্বিনে মায়ের পূজা চৈত্রে গাজন।
খুশির ঈদ আসে রমজানের পরে,
নবান্নের আনন্দ ঘরে ঘরে।
এই বাংলার পরে আসি যেন ফিরে,
জন্ম নিয়ে মা আবার।
জননী জন্মভূমি আমার মা
(জননী জন্মভূমি আমার)
কী অপরূপ শোভা তোমার!
জননী জন্মভূমি আমার মা
(জননী জন্মভূমি আমার)
(জননী জন্মভূমি আমার মা
জননী জন্মভূমি আমার)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply