তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন

— কাজী নজরুল ইসলাম

মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে কাউকে দিওনা দোষ পিতার দোষে

মানুষ নিষ্পাপ
পৃথিবীতে আসে
কাউকে দিওনা দোষ
পিতার দোষে(২)
মা বলেছে,
মানুষ যদি হতে হয়;
পাপকে ঘৃনা কর
পাপীকে নয়
মানুষ নিষ্পাপ
পৃথিবীতে আসে।
চোরের ছেলে
হতে পারে পূন্যবান;
ভালবেসে তাকে
তুমি কর সম্মান
মানুষকে ছোট করা,
ভাল নয়(২)
পাপকে ঘৃনা কর
পাপীকে নয়
মানুষ নিষ্পাপ
পৃথিবীতে আসে।
পংকিলে ফোঁটে
কত পদ্মফুল,
তার শোভা
না দেখিলে
করবে ভুল;
ফুলের সৌরভ,
সুন্দর হয়(২)
পাপকে ঘৃনা কর
পাপীকে নয়।
মানুষ নিষ্পাপ
পৃথিবীতে আসে
কাউকে দিওনা দোষ
পিতার দোষে
মা বলেছে,
মানুষ যদি হতে হয়;
পাপকে ঘৃনা কর
পাপীকে নয়
মানুষ নিষ্পাপ
পৃথিবীতে আসে।
মানুষ নিষ্পাপ
পৃথিবীতে আসে।
ছায়াছবি-বেপরোয়া
(কন্ঠ-এন্ড্রু কিশোর/কনক চাঁপা)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply