Whoever is happy will make others happy too.

— Anne Frank

সবাই বলে বয়স বাড়ে

সবাই বলে বয়স বাড়ে
Sobai Bole Boyos Bare
ছায়াছবি: ফকির মজনু শাহ্
কথা: গাজী মাজহারুল আনোয়ার
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: রথীন্দ্রনাথ রায়
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে,
আমি বলি কমে রে,আমি বলে কমে
[এই মাটির ঘরটা খাইলো ঘুনে]-২
প্রতি দমে দমে রে
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে,আমি বলে কমে।
মত্ত নিয়া মজে রইলাম সত্য চিনলাম না
লোহা দিয়া নাও গড়িলাম,মানিক চিনলাম না
আমি তার কাছে কি বলব গিয়া
কিবা গেলাম সঙ্গে লইয়া রে
মন ওরে ও হো ও মন রে
আমি তার কাছে কি বলব গিয়া
কিবা গেলাম সঙ্গে লইয়া রে
শুধু ঘুরলাম,ফিরলাম,খাইলাম দাইলাম
একি মতি ভ্রমে রে
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে,আমি বলে কমে।
তবিলদারি কইরা নিজেই হইলাম মহাজন
নিক্তি দিয়া অন্তরটারে,করলাম না ওজন
আমি বাত্তি ছাড়া ওই কবরে
কেমনে যাব হিসাব করে রে
মন ওরে ও হো ও মন রে
আমি বাত্তি ছাড়া ওই কবরে
কেমনে যাব হিসাব করে রে
শুধু ঘাটতি হইয়া পাপের বোঝা
থাকবে শুধুই জমে রে
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে,আমি বলে কমে
[এই মাটির ঘরটা খাইলো ঘুনে]-২
প্রতি দমে দমে রে
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে,আমি বলে কমে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply