In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

নদীতে জল ছাড়া ঢেউ ওঠেনা

নদীতে জল ছাড়া ঢেউ ওঠেনা
Nodite Jol Chhara Dheu Othena
ছবি: মগের মুল্লুক/অন্যায় অত্যাচার
শিল্পী: এন্ড্রু কিশোর
ও ডলি সায়ন্তনী
হে নদীতে জল ছাড়া ঢেউ ওঠেনা
কখনো রাত ছাড়া চাঁদ ওঠেনা
তুমি না থাকলে কাছে না আসলে
এ দেহে প্রাণ থাকেনা
কি যাদু করিলা ?
চোখেরই ঘুম কাড়িলা
কি যাদু করিলা ?
চোখেরই ঘুম কাড়িলা।
হায় আকাশে মেঘ ছাড়া ঝড় ওঠেনা
ভোমরা না এলে ফুল ফোটেনা
তুমি না হাসলে কথা না বললে
প্রেমেরই সাধ মেটেনা।
কি যাদু করিলা ?
আমারে প্রাণে মারিলা
আ আ কি যাদু করিলা ?
আমারে প্রাণে মারিলা
পাহাড় সমান ভালবাসা
দাওনা তুমি আমারে
ছবি কইরা রাখো বাবা
তোমার মনের মাঝারে।
পথের কাঁটায় পা কাইটা যায়
ফুলের কাঁটায় কাটে হাত
মন দিয়া যে মন কাইটেছ
কেমনে যে কাটাই রাত।
তুমি না থাকলে কাছে না আসলে
এ দেহে প্রান থাকেনা
কি যাদু করিলা ?
চোখেরই ঘুম কাড়িলা
আ আ কি যাদু করিলা ?
আমারে প্রাণে মারিলা।
তোমার কোলে মাথা রাইখা
লক্ষ জীবন করব পার
এ জীবনে তোমায় ছাড়া
চাইনা তো কিছুই আর।
ও তোমার ছোঁয়ায় আছে কিছু
বাড়ায় মনের জ্বালা রে
দুই নয়নে ঘুম আসেনা
নিশিতে একেলা রে
তুমি না হাসলে কথা না বললে
প্রেমেরই সাধ মেটেনা।
কি যাদু করিলা ?
হায় আমারে প্রাণে মারিলা
আ আ কি যাদু করিলা ?
আমারে প্রাণে মারিলা।
আ নদীতে জল ছাড়া ঢেউ ওঠেনা
কখনো রাত ছাড়া চাঁদ ওঠেনা
তুমি না থাকলে কাছে না আসলে
এ দেহে প্রান থাকেনা
কি যাদু করিলা ?
চোখেরই ঘুম কাড়িলা
ও ও কি যাদু করিলা ?
চোখেরই ঘুম কাড়িলা।
ও আকাশে মেঘ ছাড়া ঝড় ওঠেনা
ভোমরা না এলে ফুল ফোটেনা
তুমি না হাসলে কথা না বললে
প্রেমেরই সাধ মেটেনা।
কি যাদু করিলা ?
আমারে প্রাণে মারিলা
আ আ কি যাদু করিলা ?
আমারে প্রাণে মারিলা
ও ও কি যাদু করিলা
চোখেরই ঘুম কাড়িলা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply