নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
Vulite Parina Tare Bhola Jay Na
অ্যালবাম: ভাবতে পারিনা
কথা ও সুর: শুভ্র দেব
কণ্ঠ: শুভ্র দেব
[ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
বারে বারে মনে পড়ে কেন জানিনা]-২
ভেবে ভেবে ভোর হয় স্মৃতি শুধু কথা কয়
আঁধারেতে বসে থেকে আঁখি শুধু ভিজে রয়
যত ভাবি ভুলে যাবো মন বোঝে না
বারে বারে মনে পড়ে কেন জানিনা
ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
বারে বারে মনে পড়ে কেন জানিনা।
কতদিন কত রাত একই সাথে যে দু’জনে
প্রেমেরি মিলন মালা গেঁথেছি যে আনমনে
সেই মালা ঝরে গেল কেন জানিনা
বারে বারে মনে পড়ে কেন জানিনা
[ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
বারে বারে মনে পড়ে কেন জানিনা]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply