নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

পাষাণের ভাঙালে ঘুম

ভীমপলশ্রী মিশ্র দাদরা
রচনা কবি কাজী নজরুল ইসলাম
কন্ঠ প্রাণবাউল
পাষাণের ভাঙালে ঘুম
কে তুমি সোনার ছোঁয়ায়।
গীতি-নির্ঝর বয়ে যায়॥
উদাসী বিবাগি মন
যাচে আজ বাহুর বাঁধন,
কত জনমের কাঁদন
ও-পায়ে লুটাতে চায়॥
তোমার চরণ-ছন্দে মোর
মুঞ্জরিল গানের মুকুল,
তোমার বেণির বন্ধে গো
মরিতে চায় সুরের বকুল।
চমকে ওঠে মোর গগন
ওই হরিণ-চোখের চাওয়ায়॥

pashaner bhangale ghum

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply