If you look at what you have in life, you’ll always have more. If you look at what you don’t have in life, you’ll never have enough.

— Oprah Winfrey

আমি বৃষ্টির কাছ থেকে

আমি বৃষ্টির কাছ থেকে
Ami Brishtir Kach Theke
কথা: গাজী আব্দুর রাজ্জাক
সুর: দেবু ভট্টাচার্য
শিল্পী: সুবীর নন্দী
আমি বৃষ্টির কাছ থেকে
কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার
ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে
জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর
ভয় দেখিয়ে কোন লাভ নেই।
আমি চাই না হতে কারো
প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো
চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে
চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার
ভয় দেখিয়ে কোন লাভ নেই।
আমি চাই না হতে
কারো মনের অনল
আমি চাই না হতে কারো
নয়নের জল
আমি সাগরের কাছ থেকে
জানতে শিখেছি
আমায় আর সুখের
ভয় দেখিয়ে কোন লাভ নেই

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply