No one can make you feel inferior without your consent.

— Eleanor Roosevelt, This is My Story

স্কুল বলো কলেজ বলো

স্কুল বলো কলেজ বলো
কথা,সুর ও শিল্পী-
নকুল কুমার বিশ্বাস
স্কুল বলো কলেজ বলো
দেশের যত শিক্ষাঙ্গন
কলিতে কইরাছে আক্রমণ
বলি কলিতে কইরাছে আক্রমণ।।
ক্লাশ টুতে পড়ে শিক্ষার্ত্রীরা
এলজেবরা বুঝিতে চায়
ক্লাশ নাইনে উঠে লাইন দেয় তারা
প্রেম পীরিতির দরজায়।।
কনিষ্ঠ আর কিবা জেষ্ঠ
অসৎ কর্মে সবাই শ্রেষ্ঠ
দুর্নীতিতে হয় সচেষ্ট
দিয়ে বিদ্যার দেবী বিসর্জন।।
শিক্ষক,প্রফেসর যখন
ক্লাসের পড়া বুঝায়,
ছাত্র-ছাত্রীর মন থাকে ঐ
নিরিবিলি গাছতলায়;
পড়া মুখস্ত আর করবে কখন,
পরীক্ষা আসিবে যখন
পকেটস্হ করে তখন
লেটার সহ ফার্স্ট ডিভেশন।।
পথে ঘাটে শিক্ষার্থীরা
দেখলে শিক্ষক প্রফেসর,
পায়ে হাত দিতে চায়না
মুখে বলে আদাব নমস্কার।।
মাথা হেঁট করতে লজ্জায় মরে,
ভক্তিতে বিরক্তি ধরে
শ্রদ্ধার নাম শ্রাদ্ধ করে,
গুরুত্বহীন গুরুজন।।
শিক্ষাগুরুর সেবা করতে,
কেউ পাতে না পূজার ঘট
আজ শিক্ষকদের বিরুদ্ধে,
করে শিক্ষার্থীরা ধর্মঘট
নকলের দাবীতে তারা,
শিক্ষকদেরকে করে তাড়া
শিক্ষা দীক্ষার দফা সারা,
নকুল কয় যা দেখি লক্ষণ।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply