When you do things from your soul, you feel a river moving in you and you feel joy

বেনামি লাশ

Benami Lash | বেনামি লাশ | Official Music Video | Shongkranti

Lyrics
আমার অনেক গল্প বাকী, আমি তবুও নির্বাক থাকি
মহাকাল যাকে দিয়েছে মৃত্যু, এখনও তার সমাধি রয়েছে বাকী

অতৃপ্ত পৃথিবীর আজ যতো আয়োজন
অর্ধেক তার মিছে মায়া, বাকি সব প্রয়োজন

আমিই সেই বেনামী লাশ যার ঠিকানা হিমঘরে..
যাকে ছুড়ে ফেলেছো তুমি অগোচরে অবসরে

ফুল হাতে যারা দাঁড়িয়ে ছিলো একসাথে
প্রতিক্ষায় হয়নি প্রেম, হয়েছে দিশেহারা.
তুমি সুখ খুঁজে নিয়েছো অন্য এক বুকে,
আমার সান্তনা আজ নিকোটিনে পুড়ে।

আমিই সেই বেনামী লাশ যার ঠিকানা হিমঘরে..
যাকে ছুড়ে ফেলেছো তুমি অগোচরে অবসরে

ঘুম হয়নি তবু নিষেধ, জেগে থাকা
নিয়তি দেহত্যাগে,
তবে-স্বেচ্ছায় মহাপাপ |||
শেষ চিঠি নীল খামে, অবহেলা অযুহাত
পরিত্যক্ত আমি – নিষ্প্রান প্রতিবাদ।

আমিই সেই বেনামী লাশ যার ঠিকানা হিমঘরে..
যাকে ছুড়ে ফেলেছো তুমি অগোচরে অবসরে

আপনজন যারা অপেক্ষার গোধুলীতে
শেষ টাতে চাইছে তারা এক চোখ দৃশ্যপটে
নামহীন ভাংগাচুড়ো যারা হিমঘরে লাশ হয়ে
তাদের পৌঁছে দিও- জীবনের শেষ বেলাতে

আমিই সেই বেনামী লাশ যার ঠিকানা হিমঘরে..
যাকে ছুড়ে ফেলেছো তুমি অগোচরে অবসরে (2x)

Benami Lash | বেনামি লাশ | Official Music Video | Shongkranti

© 2022 Shongkranti All Rights Reserved.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply