Life is either a daring adventure or nothing at all

— Helen Keller

মুসাফির মোছ রে আঁখিজল

নজরুল গীতি
🎤 মানবেন্দ্র মুখোপাধ্যায়

মুসাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া।
মুসাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া।
আপনি ফুটেছিল ফুল
গিয়াছে আপনি ঝরিয়া।
মুসাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া।
রে পাগল একি দুরাশা
জলে তুই বাঁধলি বাসা।
রে পাগল একি দুরাশা
জলে তুই বাঁধলি বাসা।
মেটে না হেথায় পিয়াসা
মেটে না হেথায় পিয়াসা
হেথা নাই তৃষ্ণা দরিয়া।
মেটে না হেথায় পিয়াসা
হেথা নাই তৃষ্ণা দরিয়া।
বরষায় ফুটল না বকুল,
পৌষে ফুটিবে কি সে ফুল?
বরষায় ফুটল না বকুল,
পৌষে ফুটিবে কি সে ফুল?
এদেশে ঝরে শুধু ফুল
এদেশে ঝরে শুধু ফুল
নিরাশার কানন ভরিয়া
রে কবি কতই দেওয়ালিরে
কবি কতই দেওয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি।
রে কবি কতই দেওয়ালি
জ্বালিলি তোর আলো জ্বালি।
এলো না তোর বনমালী
আঁধার আজ তোরই দুনিয়া।
এলো না তোর বনমালী
আঁধার আজ তোরই দুনিয়া।
আপনি ফুটেছিল ফুল গিয়াছে
আপনি ঝরিয়া।
মুসাফির মোছ রে আঁখিজল
ফিরে চল আপনারে নিয়া।
Music
SONG
Musaafir Mochh Rey Aankhijal
ARTIST
Manabendra Mukherjee
ALBUM
Chayanika-nazrul-3

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply