The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

চোখে নামে বৃষ্টি

চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে
চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে
তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে।
চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে
তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে।
তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে।

হাল ভাঙা খেয়া হয়ে খুঁজে ফিরি কুল তো,
আ আআ আ আআআআআআ
আ আ অ আ আ আআআআ
হাল ভাঙা খেয়া হয়ে খুঁজে ফিরি কুল তো,
জলেরই লেখন তুমি, নেই তাতে ভুল তো।
আমি যেন চোরাবালী, ধুঁধু বালুচর যে।
চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে
তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে।

সময়ের যমুনাতে বয়ে যায় দিন তো
সব কিছু মুছে তবু রয়ে যায় ঋণ তো।
ওপারের ছায়া ছাড়া নেই কোনো ঘর যে।
চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে
তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে।
তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে।

Song: Chokhe Name Brishti
Artist: Asha Bhosle
Music Director: Rahul Dev Burman
Lyricist: Gauriprasanna Mazumder

Chokhe Name Brishti | চোখে নামে বৃষ্টি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply