Be a lamp, or a lifeboat or a ladder. Help someone’s soul heal.

কী যে করি দূরে যেতে হয় তাই

গীতিকার: সলিল চৌধুরী
সুরকার: সলিল চৌধুরী
শিল্পী: লতা মঙ্গেশকর

প্রয়াত শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️🙏

কী যে করি দূরে যেতে হয় তাই
সুরে সুরে কাছে যেতে চাই
হায় কী যে করি দূরে যেতে হয় তাই
সুরে সুরে কাছে যেতে চাই
হায় কী যে করি কী যে করি।

কখনো সঘন বাদলের পরে
প্রেমলিপি লিখি বিজলী অক্ষরে
কখনো দখিনা পবনে আমার
ব্যথাটুকু রেখে যাই
কী যে করি কী যে করি।

[কী যে করি বলো এত আশা লয়ে,
বোবা হয়ে মরি এত ভাষা লয়ে]-২
[তোমার আমার এমনি এ খেলা,
দু’কূলে দুজনে বেয়ে যাব ভেলা]-২
কখনো সহসা ঢেউয়ে ঢেউয়ে মিলে
কিছু ছোঁয়া যদি পাই।
কী যে করি দূরে যেতে হয় তাই
সুরে সুরে কাছে যেতে চাই
হায় কী যে করি কী যে করি।
Music
SONG
Ki Je Kari
ARTIST
Lata Mangeshkar
ALBUM
Bedonar Baluchare – Sentimental Hits Lat

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply