তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে
আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ
থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে

— মহাদেব সাহা

মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে

কথা ও সুর : সলিল চৌধুরী
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়

মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
হৃদয়ের ও শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনার ফুল
মালা গেঁথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভুল
ভুলেও তবু ও তো সে ভুল করে না
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে
যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুন সুর
শিকলে বাঁধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে।
Music
SONG
Moner Janala Dhore Unki Diye
ARTIST
Hemanta Mukherjee
ALBUM
Nostalgia – Prem Ekbari Esechhilo Vol 2

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply