To live a pure unselfish life, one must count nothing as one’s own in the midst of abundance.

— Buddha

আর ডেকোনা সেই মধু নামে

গীতিকার :প্রণব রায়
সুরকার: রবীন চট্টাপোধ্যায়
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়

আর ডেকোনা সেই মধু নামে.,
যাবার লগনে,কিশোর বেলায়.,
যে নামে ডাকিতে,কেন রাখো মনে,
যাবার লগনে,
আর ডেকোনা সেই মধু নামে।
তোমারি আঘাতে,ঝরেছে যে মালা
তোমারি আঘাতে, ঝরেছে যে মালা,,
ভুলিতে দিও গো মোরে, তারই প্রীতি জ্বালা,
নয়ন কোনে মোর সজল বরষা,
থাকনা গোপনে,যাবার লগনে.,
আর ডেকোনা সেই মধু নামে।
যদি গো মাধবী চাঁদ,ওঠে কোন রাতে,
খুঁজো না আমায়,
যদি গো মাধবী চাঁদ ওঠে কোন রাতে,
খুঁজো না আমায়.,
মন যদি চায় সেকি পায়,
মন যদি চায় সেকি পায়.,
মালার শপথ লাগে বলনা আমারে,
মালার শপথ লাগে বলনা আমারে.,
কাঁদাও কেন গো তুমি, ভালবাস যারে,
তোমারে চাহিয়া তবু,
বেদনা সয়েছি সারাটি জীবনে.,
আর ডেকোনা সেই মধু নামে.,
যাবার লগনে,কিশোর বেলায়.,
যে নামে ডাকিতে,কেন রাখো মনে,
যাবার লগনে.,
Music
SONG
Aar Dekona Sei Madhuname
ARTIST
Geetashree Sandhya Mukherjee,Robin Chatterjee
ALBUM
Best Of Sandhya Mukherjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply