শিল্পী : প্রতিমা বন্দ্যোপাধ্যায়
গীতিকার: সুধীন দাশগুপ্ত
সুরকার : সুধীন দাশগুপ্ত
🌹একটা গান লিখো আমার জন্য,
না হয় আমি তোমার কাছে ছিলেম
অতি নগন্ন,
সে গান যেন আমার উজাড় করে নেয়,
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য।
আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা,
লিখেছি তোমার মনের অক্ষরে অনেক ছন্দ লিপিকা
সে দিন আজো আমার মনে পড়ে যায়
কেমন করে যেন আমায় খুজে পায়
জীবন তরী যে বোঝাই সহজ পণ্য ॥
Music
SONG
Akta Gan Likho Amar Jonna
ARTIST
Pratima Banerjee
ALBUM
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1