শিল্পী : ফিরোজা বেগম
গীতিকার : প্রণব রায়
সুরকার: কমল দাশগুপ্ত
চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়
আমার সমাধি ‘পরে
দেখো মোর ঘুম ভেঙ্গে যায় নাকো যেনো
দেখো মোর ঘুম ভেঙ্গে যায় নাকো যেনো
যেনো ক্ষণিকের তরে
আমার সমাধি ‘পরে
চরণ ফেলিও…
ফুল যদি কভু নাহি থাকে হায়
শুধু আঁখি বারি প্রিয় ফেলিও হেথায়
উতলা হাওয়ার পরশে যেমন
বন শেফালিকা ঝরে
বন শেফালিকা ঝরে
আমার সমাধি ‘পরে
চরণ ফেলিও…
আকাশে তখন ছায়া নামে যদি
সন্ধ্যা ঘনায় বনে
মনে করো দোঁহে দেখা হয়েছিল
সে কোন গোধূলী ক্ষণে
আমার আঁধার সমাধিতে প্রিয়
তোমার প্রেমের দীপ জ্বেলে দিও
আমার আঁধার সমাধিতে প্রিয়
তোমার প্রেমের দীপ জ্বেলে দিও
ঝরা মালিকার পরিমল যেন থাকে
থাকে তব হিয়া ভরে
আমার সমাধি ‘পরে
চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়
আমার সমাধি ‘পরে…
Music
SONG
Charan Phelo Dhire
ARTIST
Firoza Begum
ALBUM