Feel the sweetness in your own heart. Then you may find the sweetness in every heart.

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
নজরুল গীতি

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
আমি গান গাহি আপনার সুখে
তুমি কেন এসে দাড়াও সম্মুখে
আলেয়ার মত ডাকিও না আর
নিশীথ অন্ধকারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে
দয়া করো
দয়া করো আর আমারে লইয়া
খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও ফিরিবে না সেই
শুভ লগনের বেলা
প্রিয় শুভ লগনের বেলা
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতী
আমি কি ভুলেও কোন দিনও
এসে দাড়ায়েছি তব দ্বারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে
Music
SONG
Jaare Hath Diye Mala Dite lyrics
ARTIST
Manobendro Mukhopadyaya
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply