হে মুমিনগণ, যাহা তোমরা কর না, তাহা কেন বল? আল্লাহর নিকট ইহা অত্যন্ত ঘৃণিত যে, তোমরা বল যাহা, তাহা তোমরা কর না ৷ -28/61/1/2-3

— আল কোরআন

গাঞ্জার চিরল চিরল পাত

গাঞ্জার চিরল চিরল পাত
চড়ক গীত
শিল্পী-সন্দীপন
ও ব্যোম ব্যোম বোলে
গাঞ্জার চিরল চিরল পাত
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া
নাচে এ ভোলানাথ
নাচে ভোলানাথ রে আমার
নাচে এ কাশীনাথ।
ও গাঞ্জা ও গাঞ্জা ও গাঞ্জা
ও গাঞ্জার চিরল চিরল পাত
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া
নাচে এ ভোলানাথ।
আশ্বিন মাসের দিনে
গাঞ্জায় দিলাম চেরা
আরে গাঞ্জায় দিলাম চেরা।
গরুয়ে ছাগলে খাইবো দড়ি
তাতে দিলাম বেড়া।
কার্তিক মাসেরও দিনে
গাঞ্জায় আইলো ফুল
আরে গাঞ্জায় আইলো ফুল
স্বর্গেতে দেবতা গণও
গন্ধেতে আকুল।
ও গাঞ্জার চিরল চিরল পাত,
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া,
নাচে এ ভোলানাথ।।
ও ভাং খায় ভাংরা শিব রে শিব
ভাং এর মর্ম জানে হে
ভাং এর মর্ম জানে।
গাঙের পারের যত ভাং
উপাড়িয়া আনে।
দ্বিজ রামপ্রসাদে বলেরে
শিব কইতে মরি লাজে
কইতে মরি লাজে।
শ্বশুর বাড়ি কোন্ জামাই এ
ল্যাংটা হইয়া নাচে
হে ল্যাংটা হইয়া নাচে।
গাঞ্জার চিরল চিরল পাত
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া
নাচে এ ভোলানাথ।
ও গাঞ্জার চিরল চিরল পাত,
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া,
নাচে এ ভোলানাথ।।।
গাঞ্জার চিরল চিরল পাত
ব্যোম ব্যোম ব্যোম বোলে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply