Life is a succession of lessons which must be lived to be understood.

— Ralph Waldo Emerson

ননদী গো যা ফিরে যা ঘরে

ননদী গো যা ফিরে যা ঘরে
Nonodi Ja Phire Ja Ghore
রাধা বিচ্ছেদ
কথা ও সুর: কবিয়াল রসিক সরকার
কণ্ঠ: অসীম সরকার
[ননদী গো যা ফিরে যা ঘরে]-২
বলিস ডুবেছে রাই-কলঙ্কিনী
কৃষ্ণ-প্রেম-সাগরে
যা ফিরে যা ঘরে।
ঘুচল তোদের সকল জ্বালা
মুছল কুলের কালি
(ওরে)কলঙ্কিনী রাই বলে আর
কেউ দেবেনা গালি
ননদী ননদী ননদী ননদী
(এই) ব্রজে আর হবে না কৃষ্ণ-কালী
গোপন বাসরে
যা ফিরে যা ঘরে।
ঝুলন-দোলা,নৌকা-বিলাস
সবই হলো শেষ
প্রভাসে চলেছি আমি
যেথায় বন্ধুর দেশ
ননদী ননদী ননদী ননদী
যেন দয়া করে শ্যাম ঋষিকেশ
এই আশিস দে মোরে
যা ফিরে যা ঘরে।
ভুলে যা লো রাধা তোদের
ছিলো কুলের বউ,
(ওরে) শ্যাম বিনে জীবন-মরণে
বান্ধব নাই রে কেউ
ননদী ননদী ননদী ননদী
ও যার কুলে লাগে অকূলের ঢেউ
কুলে তারে কী করে!
যা ফিরে যা ঘরে।
(আমার) বিদায় বেলা ননদী গো
শেষ মিনতি নিও,
(তোমরা) আমার হয়ে শ্যামের কুঞ্জে
সাঁঝের প্রদীপ দিও।
ননদী ননদী ননদী ননদী
দীন রসিক বলে আমায় রেখো
চরণসেবার তরে
যা ফিরে যা ঘরে
ননদী গো যা ফিরে যা ঘরে
বলিস ডুবেছে রাই-কলঙ্কিনী
কৃষ্ণ-প্রেম-সাগরে
যা ফিরে যা ঘরে
ননদী গো যা ফিরে যা ঘরে
যা ফিরে যা ঘরে
যা ফিরে যা ঘরে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply