আত্মীয়-স্বজনকে তার প্রাপ্য দেবে৷ -17:26

— আল কোরআন

বড় অভিমান করে চলে গেছো

বড় অভিমান করে চলে গেছো
Baro Abhiman Kore Chole Gechho
কথা সুর ও কণ্ঠ: জটিলেশ্বর মুখোপাধ্যায়
[বড় অভিমান করে চলে গেছো
আর বলে গেছো ফিরে আসবেনা]-২
আমি জানি হার মানবে
তবু দূরে থাকা ভালোবাসবেনা।
অভিমান করে চলে গেছো
আর বলে গেছো ফিরে আসবেনা।
[তাইতো আমি পাইনা ভয়
চাইনা পথ কোনো সময়]-২
আমি না কাঁদালে হাসালে
তুমি কাঁদবেনা হাসবেনা
অভিমান করে চলে গেছো
আর বলে গেছো ফিরে আসবেনা।
[আমার তো সেই কথা
হয় তোমায় কিছু বলা
না হয় অখণ্ড নীরবতা]-২
[একাতো কথা হয়না তাই
গানের সুরে নিয়েছি ঠাঁই]-২
আরো কতদিন কে জানে
তুমি ফিরে আসার স্রোতে ভাসবেনা
অভিমান করে চলে গেছো
আর বলে গেছো ফিরে আসবেনা
আমি জানি হার মানবে
তবু দূরে থাকা ভালোবাসবেনা।
অভিমান করে চলে গেছো
আর বলে গেছো ফিরে আসবেনা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply