চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি
Chaiti Phuler Ki Bandhis Ranga Rakhi (1961)
কথা: কমলাপ্রসাদ ঘোষ
সুর: রবীণ মুখোপাধ্যায়
কণ্ঠ: সন্ধ্যা মুখোপাধ্যায়
[চৈতি ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি]-২
প্রেমডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি
চৈতি ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি।
[কবরী সাজাস মিছে তোরা
মিছে এনে দিস ফুল তোড়া]-২
[আমি ফুলশরে দিয়েছি এ মন]-২
বাসর শয়নে চুপে ডাকি
প্রেমডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি
চৈতি ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি।
[ছিলো কুঞ্জের ছায় কাক জোছনায়
মিলনেরও আকুলতা]-২
ছিলো গানে গানে তৃষ্ণা জাগানো
মন ছুঁয়ে বলা কথা,
কিশোর প্রণয় অভিসারে
তনুর ফাগুন আজ খোঁজে তারে,
[কিশোর প্রণয় অভিসারে
তনুর ফাগুন আজ খোঁজে তারে]-২
[কুমকুমে টিপ কি পরাস মোরে]-২
হিয়া অনুরাগে গেছে ঢাকি
প্রেমডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি
চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি।
চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1