Lovers don’t finally meet somewhere, They’re in each other all along.

মা তুই এমন কেন হলি

[মা তুই এমন কেন হলি]-২
পতির বুকে চরণ রেখে
লাজের মাথা খেলি
মা তুই এমন কেন হলি।
[দিগ্বসনা এলোচুলে
হাতে নিলে খড়্গ তুলে]-২
গলে পরে মুণ্ডমালা
হলি মুণ্ডমালী
উমা গলে পড়ে মুণ্ডমালা
হলি মুণ্ডমালী
মা তুই এমন কেন হলি।
[রক্তলোলুপ তোর রসনা
শ্মশানের শবাসনা]-২
রাক্ষুসি তুই সর্বনাশী
তাই মা তোরে বলি
মা তুই এমন কেন হলি।
ভয়ঙ্করী মার তোর রূপে
হৃদিপদ্ম ওঠে কেঁপে
দেখা দে মা অভয়ারূপে
উমা মহাকালী
[দ্বিজ আনন্দের মরণকালে
শিবের বুকের চরণ তুলে]-২
[ক্ষণতরে দিস মা মাথায়
সব অপরাধ বলি(ও তুই)]-২
মা তুই এমন কেন হলি
পতির বুকে চরণ রেখে
লাজের মাথা খেলি
[মা তুই এমন কেন হলি]-২
Maa Tui Emon Keno Holi
ছায়াছবি: যমালয়ে জীবন্ত মানুষ (১৯৫৮)
কথা: আনন্দ চক্রবর্তী
সুর: শ্যামল মিত্র
কণ্ঠ: উৎপলা সেন

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply