Life is never fair, and perhaps it is a good thing for most of us that it is not

— Oscar Wilde

মনের দরজা খুলে দিলাম

মনের দরজা খুলে দিলাম
Moner Darja Khule Dilam
শিল্পী: অলকা ইয়াগনিক
মনের দরজা খুলে দিলাম
বাইরে থেকো না তুমি আর,
চলে এসো প্রাণের ঘরে
বুঝে নাও আমি কে তোমার?
বুঝে নাও আমি কে তোমার?
[এতদিন আর এতকাল,
পথ চেয়ে সন্ধ্যা সকাল]-২
মনে মনে ভাবতাম যারে
সামনে পেলাম দেখা তার
[বুঝে নাও আমি কে তোমার?]-২
মনের দরজা খুলে দিলাম
বাইরে থেকো না তুমি আর,
চলে এসো প্রাণের ঘরে
[বুঝে নাও আমি কে তোমার?]-২
[তুমি সেই অনেক দিনের,
বন্ধু যে আমার প্রাণের]-২
তোমাকেই হাজার জনম,
খুঁজে গেছি আমি বারবার
বুঝে নাও আমি কে তোমার?
বুঝে নাও আমি কে তোমার?
মনের দরজা খুলে দিলাম
বাইরে থেকো না তুমি আর,
চলে এসো প্রাণের ঘরে
[বুঝে নাও আমি কে তোমার?]-২
[আমি সেই তোমারি চাওয়া,
ফাগুনের দখিনা হাওয়া]-২
তোমাকেই যা আছে আমার
দিতে চাই সব উপহার
[বুঝে নাও আমি কে তোমার?]-২
মনের দরজা খুলে দিলাম
বাইরে থেকো না তুমি আর,
চলে এসো প্রাণের ঘরে
[বুঝে নাও আমি কে তোমার?]-৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply